You dont have javascript enabled! Please enable it! 1971.03.31 | স্বাধীন বাঙলা দেশের সমর্থনে আজ হরতাল | কালান্তর - সংগ্রামের নোটবুক

স্বাধীন বাঙলা দেশের সমর্থনে আজ হরতাল
(স্টাফ রিপাের্টার)

ওপারের বাঙলার স্বাধীনতাকামী মুক্তিযোেদ্ধাদের সমর্থনে এবং পাকিস্তানের প্রতিক্রিয়াশীল সামরিক চক্রের অমানসিক বর্বরতা প্রতিবাদে আজ ওপারের বাঙলায় ২৪ ঘণ্টার হরতাল হচ্ছে। এই হরতালের ডাক দিয়েছেন বি পি টি ইউ সি, ইউ টি ইউ সি, এইচ এম এস, টি ইউ কো-অডিনেশন কমিটি ও এইচ এস পি। ভারতের কমিটি ও এইচ এস পি। ভারতের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মঘটকে সমর্থন করেছেন।
পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলওয়ের কোন ট্রেন আজ চলাচল করবে না। দূরপাল্লার ট্রেনগুলিকে সুবিধাজনক স্থানে থামিয়ে রাখা হবে। | ধর্মঘটের আওতা থেকে অত্যাবশ্যকীয় সংস্থাসমূহ যথা সংবাদপত্র, দুগ্ধ সরবরাহ, এ্যাম্বালেন্স হাতপাতাল প্রভৃতি বাদ পড়বে।

সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১