You dont have javascript enabled! Please enable it!

সল্টলেক শরণার্থী শিবিরে আওয়ামী নেতৃবৃন্দ বলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজবাদই আমাদের লক্ষ্য

(কলকাতা প্রতিনিধি প্রেরিত)। গত বৃহস্পতিবার পশ্চিম বাংলার সল্টলেকে শরণার্থী শিবিরে আয়ােজিত এক বিরাট জনসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে ঘােষণা করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ মুক্তি যােদ্ধাদের বিজয় অবধারিত এবং শরণার্থীরা অদূর ভবিষ্যতেই স্বাধীন বাংলাদেশে ফিরতে পারবেন। নেতৃবৃন্দ বলেন যে, যতদিন বাঙালী জাতি থাকবে, সভ্যতা থাকবে, ইতিহাস থাকবে ততদিন বাংলাদেশ-ভারত মৈত্রী অটুটু থাকবে। কেননা, ভারতবাসী বাংলাদেশের জন্য যা করেছেন তা তারা কোনদিন ভুলতে পারবে না। বাঙালী অকৃতজ্ঞের জাত নয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশেষভাবে আমন্ত্রিত হয়ে মুজিব নগর থেকে বাংলাদেশ ভলন্টিয়ার কোর আয়ােজিত এই সভায় ভাষণ দিতে এসেছিলেন।  সভায় বক্তৃতা প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী বলেন, পশ্চিমারা ভেবেছিল নির্বাচনে আওয়ামী লীগ সমস্ত আসন পাবে না। তার পরও যখন পেয়ে গেল তখন ওরা চেয়েছিল বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ দিয়ে বাঙালীদের ফঁাকী দিয়ে যাবে, বাংলাদেশের উপর শােষণ অব্যাহত রাখবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করে না। আওয়ামী লীগ চেয়েছে বাংলাদেশে বাঙ্গালীর শাসন কায়েম করতে, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা কায়েম করতে এবং নিজেদের সম্পদ সমভাবে বণ্টন করে খেতে। তাই আওয়ামী লীগ ওদের ফাদে পা দেয়নি, দিতে পারে না।

তিনি বলেন, পশ্চিম পাকিস্তানের জঙ্গীচক্র বাঙ্গালীকে ২৫শে মার্চের পর স্বাধীনতা ঘােষণা করতে বাধ্য করেছে। আমাদের অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছে। আমরা যুদ্ধে নেমেছি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা অস্ত্র সংবরণ করব না। যতদিন বাংলাদেশে একটিও পশ্চিমা সৈন্য থাকবে ততদিন যুদ্ধ চলবে। জনাব মীজানুর রহমান চৌধুরী কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, যদি বাংলার মহানায়ক বঙ্গবন্ধুর কেশাগ্র স্পর্শ করা হয়, পশ্চিম পাকিস্তানে আমাদের যে সমস্ত সেনা অফিসার আটক আছেন তাদের কোন ক্ষতি করা হয়, ই পি আর, বেঙ্গল রেজিমেন্টের যেসমস্ত সৈনিক আমাদের সাথে যুদ্ধ করছেন তাদের পরিবার পরিজনের কোন ক্ষতি করা হয় এবং পশ্চিম পাকিস্তানে বসবাসকারী বাঙ্গালীদের কোন ক্ষতি হয় তাহলে বাংলাদেশে যুদ্ধ শেষ হলেও পশ্চিমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হবে না। আমরা তাদের মাতৃভূমিতে যুদ্ধ সম্প্রসারিত করব এবং সে যুদ্ধে তাদের মা-বােনদের বিধবা। করে ছাড়ব,..

জয়বাংলা (১) ॥ ১: ২৮  ১৯ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!