You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | ক্যানাডীয় প্রতিনিধিদলের সফর অভিজ্ঞতা - সংগ্রামের নোটবুক

ক্যানাডীয় প্রতিনিধিদলের সফর অভিজ্ঞতা। ইয়াহিয়ার পাকিস্তানে একজন শরণার্থীও ফিরে যাবে না

(কলকাতা প্রতিনিধি প্রেরিত) ক্যানাডিয়ান ইন্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সীর প্রেসিডেন্ট এবং ৭ সদস্য বিশিষ্ট ক্যানাডীয় তথ্যানুসন্ধান কমিটির নেতা মি: পল গেরিন লাজোলে গত ২৯শে অক্টোবর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শনের পর তিনি এ সিদ্ধান্তে এসেছেন যে একজন শরণার্থীও বর্তমান অবস্থায় বাংলাদেশে ফিরে যাবে না। মিঃ পল গেরিনের নেতৃত্বে আলােচ্য প্রতিনিধিদল শরণার্থীদের প্রয়ােজন সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ভারতে অবস্থিত বিভিন্ন শরণার্থী  শিবির পরিদর্শন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন শিবির পরিদর্শন কালে তিনি বহু শরণার্থীর সাথে ব্যক্তিগতভাবে আলােচনা করেছেন। কিন্তু তিনি এমন একজন শরণার্থীও দেখেন নি যে, বাংলাদেশের। বর্তমান অবস্থায় দেশে ফিরে যেতে রাজী আছে।

  মি: পল গেরিন বলেন ভারত সরকার শরণার্থীদের স্বদেশে ফিরে যেতে দিবেন না বলে পাকিস্তান। যে প্রচারণা চালাচ্ছে তার পেছনে কোনও সত্যতা নেই। পক্ষান্তরে শরণার্থীরা তাকে জানিয়েছে যে তারা কেবলমাত্র স্বাধীন বাংলাদেশেই ফিরে যাবে। ভারতে নিযুক্ত ক্যানাডীয় হাই কমিশনারও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি জানান যে, ভারতে অবস্থানরত বাংলাদেশ শরণার্থীদের জন্য ক্যানাডার সাহায্যের মােট পরিমাণ দাঁড়িয়ে সাড়ে চার কোটি টাকায়। তিনি আশ্বাস দেন যে আগামী সপ্তাহ নাগাদ সমস্ত ক্যানাডীয় সাহায্য ভারতে এসে। পৌছাবে। ভারত সফর শেষে সাত সদস্য বিশিষ্ট ক্যানাডীয় দলটি পাকিস্তানে যাবে। দলের নেতা জানান যে, তারা মানবিক দৃষ্টিভঙ্গী থেকে সমগ্র শরণার্থী সমস্যাটি পরীক্ষা করে দেখবেন।

জয়বাংলা (১) ॥ ১: ২৭ ॥ ১২ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪