You dont have javascript enabled! Please enable it!

ইহারা কাহারা?

(নিজস্ব বার্তা পরিবেশক) ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের মধ্যে সেবা কার্যের নামে নিয়ােজিত বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন মহলে নানা সংশয় ও সন্দেহ দেখা দিয়াছে। প্রশ্ন উঠিয়াছে : ইহারা কাহারা? শরণার্থীদের সেবা উত্তম জিনিষ কিন্তু ইহা ছাড়াও কি ইহাদের কোন উদ্দেশ্য আছে?  বিশেষতঃ ইন্টার ন্যাশনাল রেসকু কোর ওয়ার অন ওয়ান্ট, ফোর্ড ফাউন্ডেশন প্রভৃতি সম্পর্কে জনমনে পূর্ব হইতেই একটা অন্য রকম ধারণা রহিয়াছে। কারণ, কুখ্যাত মার্কিন গােয়েন্দা সংস্থা সিআই এ ও অন্যান্য কুখ্যাত সাম্রাজ্যবাদী গােয়েন্দা সংস্থাসমূহ এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাহাদের উদ্দেশ্য সিদ্ধ করিয়া থাকে বলিয়া অভিযােগ রহিয়াছে। বিশ্বাসেরও কারণ রহিয়াছে এই জন্যে যে, এইসব প্রতিষ্ঠানের পৃষ্ঠপােষকতায় রহিয়াছে বহু ডলারপতি। বর্তমানে যে ডজন খানিক প্রতিষ্ঠান শরণার্থীদের মধ্যে সেবাকার্য লইয়া ব্যস্ত রহিয়াছে, সেগুলি হইল ইন্টারন্যাশনাল রেসকোর (আই, আর, সি), রিটার্ন এ রিহেবিলিয়েশন, ক্যাম্প স্কুল প্রজেক্ট, নাসেস এসােসিয়েশন, ডকটর্স এসােসিয়েশন ফোর্ড ফাউন্ডেশন, কালচারাল ফ্রিডম ফর। ইনটেলিজেনসিয়া, ওয়ারঅন ওয়ান্ট, আর্মি সালভেসন কোর, বাংলাদেশ ভলান্টয়ার কোর প্রভৃতি।

নতুন বাংলা ॥ ১: ১৩ ॥ ১১ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!