শীঘ্রই শরণার্থীরা স্বদেশে ফিরবেন -আমিরুল ইসলাম
শীঘ্রই শরণার্থীরা যার যার ঘরে ফিরে যেতে পারবেন বাংলাদেশ ভলান্টিয়ার কোরের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, এম, এন, এ উত্তর বঙ্গের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে আমাদের প্রতিনিধিকে এ কথা জানান । জনাব ইসলাম শরণার্থী শিবিরে অবস্থিত শরণার্থীদের আরাে বেশী সাহায্য ও সুযােগ সুবিধার দিক দৃষ্টিদান করবেন এবং সম্ভাব্য অভাব অভিযােগ মােচনের জন্য সর্বশক্তি নিয়ােগ করবেন বলে আশ্বাস। দেন। তিনি আরাে জানান সীমাবদ্ধ আর্থিক সংগতির মধ্যে দিয়ে আমাদের সংগঠনের কর্মীরা শরণার্থীদের স্বাস্থ্য রাজনৈতিক চেতনা-সংগ্রামী মনােবল অক্ষুন্ন রেখেছে।
দাবানল ॥ ১ : ৪ ॥ ৩১ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪