কয়েদীদের মানবতা জেনেভার সেন্ট এ্যান্টোনি কারাগারের
কয়েদীগণ ভারতে অবস্থানরত পূর্ববাংলার শরণার্থী শিশুদের জন্য চাঁদা সংগ্রহের বিশেষ অনুমতি লাভ করে এ পর্যন্ত ২২৬ ডলার (১,৬৯৫ টাকা ভারতীয় মুদ্রায়) সংগ্রহ করেন। ‘বিশ্বের শিশু’ আন্দোলনের জন্য তারা প্রথমে ১ দিনের খােরাকীর টাকাটাই দান করতে চেয়েছিলেন, কিন্তু এই প্রস্তাবটি অনুমােদন না পাওয়ায় কয়েদীগণ প্রতি সেল্ থেকে চাঁদা সংগ্রহ করেন।
জয়বাংলা (১) ১ : ২৫ ॥ ২৯ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪