You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের দুঃখের ভাগীদার হউন

আব্দুল হালিমের আহ্বান বর্ধিত সভায় বাংলাদেশ ন্যাপের যুগ্ম সম্পাদক জনাব আবদুল হালিম তাহার বক্তৃতায় ভারতে আশ্রয় গ্রহনকারী শরণার্থীদের সুখ-দুঃখের ভাগীদার হওয়ার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান। | তিনি বলেন, বহু ন্যাপ কর্মী ও ন্যাপের যােদ্ধা তাহাদের পাশে রহিয়াছে। কিন্তু ইহাই যথেষ্ট নহে। ঘরবাড়ী, টাকা-পয়সা ও স্বজন হারাইয়া তাহারা বাপদাদার ভিটা ছাড়িতে বাধ্য হইয়াছে। রাজনৈতিক কর্মীদেরও সব হারাইতে হইয়াছে। কিন্তু এতদসত্বেও রাজনৈতিক কর্মীদের একটা দায়িত্ব রহিয়াছে।

নতুন বাংলা ॥ ১ : ১১  ২৮ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪