জঙ্গীচক্র কত বাঙ্গালীকে তাড়িয়েছে
(কলকাতা প্রতিনিধি) বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব করার পর থেকে এই পর্যন্ত (৫ই অক্টোবর) ৯০ লাখ ৯১ হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে বলে ভারত সরকার এসব প্রকাশ করেছেন। তাদের মধ্যে তিন লাখ ৮৮ হাজার ৫৩২ জন শরণার্থী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার প্রদেশ ও উত্তর প্রদেশের বিভিন্ন কেন্দ্রীয় ক্যাম্পে বাস করছেন। প্রায় ৬২ লাখ ৫২ হাজার শরণার্থী এই সব রাজ্যের রাজ্য সরকার পরিচালিত ৯৩৫টি ক্যাম্পে। রয়েছেন এবং বাকী ২৪ লাখ ৫০ হাজার বাস করছেন ক্যাম্পগুলির বাইরে। শরণার্থীদের মধ্যে শিশু ও প্রসূতিদের সংখ্যা হলাে যথাক্রমে লাখ ৬০ হাজার এবং পাঁচ লাখ ৩১ হাজার। পশ্চিম বঙ্গে ৬১৫টি, ত্রিপুরায় ৭৩টি, মেঘালয়ে ১৭টি, আসামে টি ও বিহারে তিনটি রাজ্য সরকার। পরিচালিত ক্যাম্প রয়েছে।
জয়বাংলা (১) ॥ ১: ২৩ ॥ ১৫ অক্টোবর ১৯৭১