You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | শ্যাম চাচার বিবেক-মার্কিণ যুক্তরাষ্ট্রের রিপাব্লিকান দলের সিনেটর মিস্টার - সংগ্রামের নোটবুক

শ্যাম চাচার বিবেক

মার্কিণ যুক্তরাষ্ট্রের রিপাব্লিকান দলের সিনেটর মিস্টার ফ্রণটার ফ্রেলিংহুয়েসেন সম্প্রতি নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, পূর্ব বাংলার রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে অগ্রগতি সাধিত না হলে এবং ভারতে শরণার্থী প্রবেশ বন্ধ না হলে উপমহাদেশে যুদ্ধের যথার্থ আশঙ্কা রয়েছে।’ তিনি পাকিস্তান এবং পশ্চিম বঙ্গের শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন যে, অধিকৃত বাংলা দেশ সফরের সময় তিনি একজন শরণার্থীকেও কুমিল্লার অভ্যর্থনা শিবিরে আসতে দেখেননি।’ মিস্টার হুয়েসেন আরাে বলেন, মার্কিণ যুক্তরাষ্ট্রের অবশ্যই পাকিস্তানকে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিৎ এবং একতরফা ভাবেই এই ঘােষণা করা উচিৎ। তিনি তার সরকারের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে, বলেন মার্কিণ অস্ত্র সাহায্য বন্ধ না হলে বাংলাদেশের সমস্যা বৃদ্ধি পেয়ে ভিয়েনামের। মত আর একটি বিপর্যয় সৃষ্টি করতে পারে। তিনি মন্তব্য করেন, ‘আর একটা ভিয়েৎনাম সৃষ্টি হােক। আমরা এটা চাই না।’ সিনেটর হুয়েসেন শরণার্থী সমস্যার মােকাবেলা করার জন্য ভারতের প্রশংসা করেন।

জয়বাংলা (১) ! ১: ২৩ ॥ ১৫ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪