You dont have javascript enabled! Please enable it!

আমেরিকার অস্ত্র সরবরাহই শরণার্থী স্রোতের কারণ

(ওয়াশিংটন প্রতিনিধি)। ওয়াশিংটন, ৮ই অক্টোবর-প্রতিনিধি সভার পররাষ্ট্র বিষয়ক সাবকমিটি গতকাল এখানে বলেন যে, পাকিস্তানকে জাহাজ বােঝাই অস্ত্র সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ববঙ্গ থেকে ভারতে শরণার্থীদের চলে আসার ব্যাপারে আরও বেশি সাহায্য করছে। জন হপকিনস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ডাঃ কার্ল টেলর প্রতিনিধি সভার আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত কমিটির কাছে বলেন, পাকিস্তানকে জাহাজ জাহাজ অস্ত্র সরবরাহের জন্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করছেন, তাঁরা ঠিকই করেছেন।

সাপ্তাহিক বাংলা ॥ ১ : ৩ ॥ ১০ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪