You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | ভারতে প্রায় এক কোটি শরণার্থী - সংগ্রামের নোটবুক

ভারতে প্রায় এক কোটি শরণার্থী

(ষ্টাফ রিপাের্টার)। মুজিনগর, ৬ই অক্টোবর-ভারতের সর্বশেষ সরকারী হিসাবে জানা গেছে যে, বাংলাদেশ থেকে এপর্যন্ত ৯০ লক্ষ ৯১ হাজার শরণার্থী সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছেন। তাদের মধ্যে ৩৮৮৫৩২ জন শরণার্থী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের বিভিন্ন কেন্দ্রীয় শিবিরে দিন কাটাচ্ছেন। এখন প্রায় ৬ লক্ষ ৫২ হাজার শরণার্থী এই সব রাজ্যের সরকার পরিচালিত ৯৩৪টি, শিবিরে বাস করছেন এবং ২৪ লক্ষ ৫০ হাজার রয়েছেন শিবিরগুলাের বাইরে। শরণার্থীদের মধ্যে প্রচুর শিশু ও প্রসূতি রয়েছে। এদের সংখ্যা হল যথাক্রমে ১৬ লক্ষ ৬০ হাজার এবং ৫ লক্ষ ৩১ হাজার । পশ্চিমবঙ্গে ৬১৫টি, ত্রিপুরায় ২৭৩টি, মেঘালয়ে ১৭টি, আসামে ২৭টি ও বিহারে ৩টি রাজ্য সরকার পরিচালিত শিবির রয়েছে।

সাপ্তাহিক বাংলা ॥ ১: ৩ ॥ ১০ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪