গ্রামে গ্রামে গেরিলাবাহিনী গড়ে তুলুন
ভিয়েতনাম ও কিউবার মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আবেদন
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৩ জুন – গেরিলা যুদ্ধের মূল শক্তি জনগণ, জনগণের সমর্থন না পেলে গেরিলা যুদ্ধ চালানাে সম্ভব নয়। তাই গ্রামে গ্রামে গেরিলা বাহিনীর ছােট ছােট গ্রুপ তৈরি করে জনসাধারণকে অস্ত্রের ব্যবহার শিখিয়ে দিতে হবে। আজ সন্ধ্যায় স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রে প্রচারিত এক কথিকায় এই মর্মে আবেদন করা হয়।
ঐ কথিকায় বলা হয়েছ, সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙলাদেশে জনগণের যে বিপ্লব শুরু হয়েছে, চূড়ান্ত জয় না হওয়া পর্যন্ত তা চলবে।
ভিয়েতনাম, কিউবা প্রভৃতি দেশের মুক্তিযােদ্ধাদের গেরিলা তৎপরতা থেকে বাঙলাদেশের গেরিলাদেরও শিক্ষা গ্রহণের জন্য ঐ কথিকায় আবেদন জানানাে হয়েছে।
সূত্র: কালান্তর, ৪.৬.১৯৭১