You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | চলাে যাত্রী- চলাে দিনরাত্রি করাে অমৃতলােক পথ অনুসন্ধান - সংগ্রামের নোটবুক

 চলাে যাত্রী, চলাে দিনরাত্রি করাে অমৃতলােক পথ অনুসন্ধান

(ভারতীয় প্রতিনিধি প্রেরিত)। পাক জঙ্গীশাহীর অত্যাচারে অতিষ্ট হয়ে ভারতে আগত ৯০ লক্ষ শরণার্থী বাংলাদেশে ফিরে যাবার ও শান্তিতে বসবাস করবার দাবীতে আগামী ২রা অক্টোবর একলক্ষ পদযাত্রী সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে প্রবেশ করবে; মধ্যপ্রদেশের ইন্দোরে এই একলক্ষ পদযাত্রী প্রস্তুতি নিচ্ছেন। এই শান্তিকামী পদযাত্রীদের সঙ্গে বহুসংখ্যক বিদেশীরাও থাকবেন বলে জানা গেছে।

বিপ্লবী বাংলাদেশ ॥ ১; ৭ ॥ ২৬ সেপ্টেম্বর ১৯৭১