You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | বাংলাদেশ সমস্যার সমাধান প্রয়ােজন -হিউম - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ সমস্যার সমাধান প্রয়ােজন -হিউম

(লন্ডন প্রতিনিধি)। লন্ডন, ২৪শে সেপ্টেম্বর-বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আলেক ডগলাস হিউম বাংলাদেশ থেকে বিতাড়িত এবং ভারতে আশ্রিত ৮০ লক্ষাধিক শরণার্থীর দুর্দশা মােচনে ব্যাপক আন্তর্জাতিক প্রয়াসের আহ্বান জানান। তিনি গত কাল পার্লামেন্টে ঘােষণা করেন যে, তিনি এ বিষয়ে অতিশীঘ্র উ থান্টের সঙ্গে আলােচনা করবেন।

সাপ্তাহিক বাংলা ॥ ১; ২ ॥ ২৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪