You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | শরণার্থী ত্রানে ভারতকে ৩০০ কোটি টাকা সাহায্যের সুপারিশ - সংগ্রামের নোটবুক

শরণার্থী ত্রানে ভারতকে ৩০০ কোটি টাকা সাহায্যের সুপারিশ

(বৈদেশিক সংবাদদাতা) ওয়াশিংটন, ২৪শে সেপ্টেম্বর-উদ্বাস্তু সংক্রান্ত সিনেট সাব-কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড কেনেডি বাংলাদেশের শরণার্থীদের ত্রানের উদ্দেশ্যে ভারতের প্রচেষ্টায় ৪০ কোটি ডলার (৩০০ কোটি টাকা) সাহায্যের সুপারিশ করে গত কাল সিনেটে একটি বিল উত্থাপন করেছেন। এই বিষয়টিকে আর চাপা দেওয়ার জন্য সেনেটের কেনেডি প্রেসিডেন্ট নিকসনের কাছে একান্ত অনুরােধ জানিয়েছেন। এই বিলের সমর্থনে সিনেটর কেনেডি বলেন যে, বাংলাদেশের কাহিনী আধুনিক কালের সবচেয়ে বড় দুঃস্বপ্ন বলে লিখিত হবে। কেনেডি একই সঙ্গে ঘােষণা করেন যে, আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে উদ্বাস্তু সংক্রান্ত সাব-কমিটিতে বাংলাদেশ সমস্যা সম্পর্কে আরও আলােচনা হবে।  শরণার্থীদের ত্রাণের জন্য মার্কিন সরকার যাতে সর্বপ্রকার সাহায্য করেন সেজন্য যথাসাধ্য চেষ্টা। করবেন বলে সিনেটর কেনেডি ভারতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালনে তিনি এই সাহায্য বিলটি উত্থাপন করেন। সিনেটের সভায় বক্তৃতা কালে সেনেটর কেনেডি বলেন যে, তিনি নিজে যে পরিস্থিতি দেখেছেন, তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য এবং দুর্দশা দিনের পর দিন বেড়েই চলেছে।

সাপ্তাহিক বাংলা ॥ ১: ২ # ২৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪