বাংলাদেশ সরকার শরণার্থী ফিরিয়ে নিবেন
(বম্বে প্রতিনিধি) বম্বে, ২৪শে সেপ্টেম্বর—শেখ মুজিবুর রহমানের কনিষ্ট ভ্রাতা শেখ আবু নাসের সাংবাদিকদের নিকট বলেছেন যে, ভারত সরকার যদি চার মাসের জন্যে খাদ্যের ব্যবস্থা করেন তাহলে বাংলাদেশ সরকার অবিলম্বে ১৫ হাজার উদ্বাস্তুকে বাংলাদেশে ফিরিয়ে নিতে প্রস্তুত আছেন। শেখ আবু নাসের আরাে বলেন যে, এর ফলে উদ্বাস্তুদের স্বদেশে প্রত্যাবর্তনেরই শুধু যে, সুবিধা। হবে তা নয়, মুক্তিবাহিনীকে শক্তিশালী করার পক্ষেও সুবিধা হবে। তিনি আশা করেন, বাংলাদেশ সরকার আগামী চার মাসের মধ্যে স্বাধীন বাংলাদেশে প্রথম শস্য তুলতে পারবেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর যারা দেশ ত্যাগ করেছেন, শীঘ্রই তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানাে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সাপ্তাহিক বাংলা ॥ ১: ২ ২৬ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪