You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের সসম্মানে পূনর্বাসন দেওয়া হবে

তাজুদ্দিন মুজিবনগর : ২রা সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রি জনাব তাজুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হলেই ভারতীয় শিবিরে আশ্রয় প্রাপ্ত সকল শরণার্থীকেই তাদের নিজেদের বাসস্থানে “সসম্মানে পুনর্বাসন দেওয়া হবে। শরণার্থী পরিত্যাক্ত স্থাবর অস্থাবর’ যা বর্তমানে পাক হানাদারদের সাগরেদরা জবর দখল করেছে তার সব কিছুই উদ্ধার করা হবে ও পাক হানাদারদের বাংলার মাটী থেকে উত্থাৎ করার অব্যবহিত পরেই সেই সব সম্পত্তি তাদের প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হবে।

বাংলার কথা ॥ ১ : ৩   ২১ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪