পাক-জঙ্গী সরকার কর্তৃক
কেনেডীর বাংলাদেশ সফর নিষিদ্ধ ঘােষণা বাংলাদেশ থেকে পাক জঙ্গীশাহী কর্তৃক বিতাড়িত শরণার্থীদের দুঃখ দুর্দশা সরেজমিনে দেখার জন্য মার্কিন সিনেটের শরণার্থী সংক্রান্ত সাবকমিটির চেয়ারম্যান মিঃ এডােয়ার্ড কেনেডী গত মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছেছেন। সিনেটর কেনেডী গত মঙ্গলবার ও বুধবার ঝড়-বৃষ্টি-কাদা উপেক্ষা করে। পশ্চিমবঙ্গের বহু শরণার্থী শিবিরে ছিন্নমূল অসংখ্য শরণার্থীদের সঙ্গে খােলাখুলিভাবে কথাবার্তা বলেন,স্বচক্ষে দেখেন বাস্তুচ্যুত নর-নারীর কি অসহনীয় দুরবস্থা। সিনেটর কেনেডী নয়াদিল্লী, কলকাতা, ঢাকা ও ইসলামাবাদ সফরের উদ্দেশ্যে কলকাতায় পৌছানাের দিনই পাকজঙ্গী সরকার দখলীকৃত বাংলাদেশ ও পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে। বৃহস্পতিবার থেকে সিনেটর কেনেডীর বাংলাদেশ সফরকালে ভারত থেকে প্রত্যাগত শরণার্থীদের জন্য নির্মিত শিবিরগুলাে পরিদর্শনের কথা ছিল। সিনেটর এই সফরকালে জল্লাদ সরকারের বাংলাদেশের তথাকথিত স্বাভাবিক অবস্থা গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অত্যাচারের আসল তথ্য ফাঁস হয়ে যাবে মনে করে জঙ্গী সরকার এই সফর বাতিল করে দিয়েছেন বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। শরণার্থীদের ভারতে প্রবেশ কালে মি: কেনেডী বলেন, ‘আমি জীবনে এমন দৃশ্য দেখিনি।’
জয়বাংলা (১) # ১: ১৪ ॥ ১৩ আগস্ট ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪