শরণার্থীরা যদি অস্ত্র পায় তবে অধিকাংশই দেশে ফিরতে রাজী
বিভিন্ন শিবির সফরের পর উর্দু সাংবাদিকদের মন্তব্য
শ্রীনগর, ১২ জুলাই (ইউএনআই) বাঙলাদেশের শরণার্থীরা পাকিস্তানী সেনাদের সঙ্গে লড়াই করে দেশকে মুক্ত করার জন্য যদি অস্ত্র পায় তবে অধিকাংশই দেশে ফিরতে রাজী আছে।
কাশ্মীরের উর্দু পত্রিকাগুলির ১০ জন সম্পাদকের একটি দল সম্প্রতি বিভিন্ন শরণার্থী শিবির সফর করে এখানে প্রত্যাবর্তনের পর শরণার্থীদের সঙ্কল্পের কথা ঐ মর্মে প্রকাশ করেন। তারা বলেন, মুসলমান শরণার্থীরা তাদের হিন্দু ভাইদের সঙ্গে একত্রে দেশে ফিরে যেতে চান বলে জানিয়েছেন।
তারা বলেন, অধিকাংশ শরণার্থী আওয়ামী লীগের নাম জানেন না, কিন্তু সকলেই শেখ মুজিবরকে বঙ্গবন্ধু বলে জানেন।
শরণার্থীদের মধ্যে শিক্ষিত অংশ নির্বাচিত আওয়ামী লীগ প্রতিনিধিদের মাধ্যমে রাজনৈতিক মীমাংসার অনুকূলে মত প্রকাশ করেছেন বলে সম্পাদকরা উল্লেখ করেছেন।
সূত্র: কালান্তর, ১৩.৭.১৯৭১