বিশ্বজনমত : ধিক্কারের চাবুকে জর্জরিত ইয়াহিয়ার জঙ্গী সরকার
শরণার্থীদের অবস্থা । মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক নিউজ উইক পত্রিকায় বাঙলা দেশ থেকে ভারতে আগত শরণার্থীদের অবস্থার এক অতিকরুণ বর্ণনা দেওয়া হয়েছে। লেখা হয়েছে কিভাবে চল্লিশ লক্ষের উপর শরণার্থী তাদের দিন কাটাচ্ছে। অথচ বিশ্ববাসী এখনও এই সমস্যা সম্পর্কে নীরবতা অবলম্বন করে আছে। নিউজ উইক-এর সংবাদদাতা টনি ক্লিফটন লিখেছেন : একটি শরণার্থীকে জিজ্ঞাসা করলাম সে কেন এসেছে। বিধবা বৃদ্ধার নাম রসিনশ বিবি। সে আমার প্রশ্নের উত্তরে বলে, আমার এক মাত্র ছেলেকে পাঞ্জাবী ফৌজরা গুলী করে মেরেছে। কারাে কোন অপরাধ ছিল না। জীবনে সে কোন অপরাধ করেনি। সে খামার থেকে ঘরে ফিরছিল। একজন মেথডিষ্ট খৃষ্টান পাদ্রির কথার উদ্ধৃতি দিয়ে ক্লিফটন লিখেছেন, পাঞ্জাবী ফৌজরা ছেলে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। তাদের বাপমার কাছ থেকে টাকা আদায় করছে। টাকা না দিলে ছাড়ছে না। একজন বাবা তার ছেলেকে ছাড়াবার জন্য সব টাকা দিতে পারে। সে বলে তােমরা আমাকে মার। পাঞ্জাবীরা তাকে অকথ্য ভাবে পিটাতে থাকে একটা চোখ তুলে নেয়। অবশ্য তার পরে ছেড়ে দেয় তার ছেলেকে। পাঞ্জাবী ফৌজের হাতে ছােট ছেলে মেয়েরা কিভাবে মার খেয়েছে তার অনেক নির্দশনের কথা। উল্লেখ করেছেন ক্লিফটন। তিনি অনেক ছেলেমেয়েকে দেখেছেন, যাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে পাঞ্জাবী ফৌজের নির্মম প্রহারের ফলে। ক্লিফটন বনগাঁ থেকে এই রিপাের্ট পাঠিয়েছেন নিউজ উইক।
জয়বাংলা (১) ॥ ১: ৭ ॥ ২৫ জুন ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪