You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়

প্রশাসনিক কাজ শুরুর ২য় পদক্ষেপ বাঙলা দেশের বিভিন্ন মুক্তাঞ্চলে গণপ্রজাতান্ত্রিক বাঙলাদেশ সরকারের প্রশাসনিক কাজ পুরােদমে চলছে। রংপুর জেলার পাটগ্রাম ও হাতীবান্ধার বিস্তীর্ণ এলাকায় তার যােগাযােগ ব্যবস্থা চালু হয়েছে এবং সরকারী কর্মচারীরা নিজ নিজ দায়ীত্ব পালন করে চলেছেন। এই বিস্তীর্ণ এলাকায় জনসাধারণ। বাঙলাদেশ সরকারের কর, খাজনা ইত্যাদি পরিশােধ করছেন। এই এলাকায় প্রশাসনিক কাজ চালুর দ্বিতীয় পদক্ষেপ স্বরূপ সরকার ১টি হাই স্কুল ও ১৩টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়া শিক্ষার জন্য স্কুলসমূহ খুলে নিয়মিত ক্লাশ পরিচালনা করছে। ছাত্র সংখ্যা আশাতিরিক্তভাবে নিজেদের ক্লাসে যােগদান করছে। শতকরা ৮৫ জন ছাত্র নিয়মিত ক্লাশে যােগাদান করে বলে খবর পাওয়া গেছে। সত্ত্বর এখানে কয়েকটি ডাকঘর প্রতিষ্ঠা করা হবে বলেও খবরে প্রকাশ।

রণাঙ্গন  ২ ডিসেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!