You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | মুক্তাঞ্চলের ফসল এবারের হৈমান্তিক ফসল আমন ধান খুবই ভাল ফলন হয়েছে - সংগ্রামের নোটবুক

মুক্তাঞ্চলের ফসল এবারের হৈমান্তিক ফসল আমন ধান খুবই ভাল ফলন হয়েছে

যে সমস্ত এলাকা মুক্ত ছিল। বিশেষ করে তেঁতুলিয়ায় যে ভাবে ধান হয়েছে তাতে সােনার বাংলায় ভবিষ্যতের উন্নতির চিত্র তুলে ধরেছে এই বাংলার মাটি। তিন চার বছরেও নাকি এমন ধান হয় নি। কিন্তু শত্রু দখলকৃত এলাকার ফসল ভাল। হয়নি। অনেকেই জমি চাষাবাদ করার সুযােগ পায়নি। বর্তমান তারাও রবিশস্য বপনের কাজে উঠে। পড়ে লেগেছে।

সংগ্রামী বাংলা (১) ॥ ১ : ৮ ॥ ৮ ডিসেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪