You dont have javascript enabled! Please enable it!

মুক্তাঞ্চলে পাক বিমান চালানাে

নিজস্ব সংবাদদাতা প্রদত্ত] রৌমারী ॥ অদ্য বেলা…ঘটিকার সময় রংপুর জিলার মুক্ত অঞ্চল রৌমারী ও তদসংলগ্ন চিলমারী। অঞ্চলের উপর দিয়ে দুইবার চক্র দেয় এবং কোদালকাটী ও তাড়ার অঞ্চলে বিমান থেকে কয়েকটি গ্রামের উপর কয়েকটি বােমা নিক্ষেপ করে এবং মেসিন গান দিয়ে নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে প্রায় ১৬জন বেসামরিক লােক গুরুতরভাবে আহত হয়। সংবাদে আরও প্রকাশ এর তিনদিন পূর্বে পাক সামরিক বাহিনীর অন্য দুইটি বিমান ময়মনসিংহ। জিলার দেওয়ানগন্জ থানার কালাসাইয়ের চরেও বেসামরিক বসতির উপর শ্যালিং করে-ফলে আট জন লােক আহত হয়।

অগ্রদূত ॥ ১: ১৪ ॥ ১ ডিসেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!