ফেণী-চট্টগ্রামের মুক্তাঞ্চলে স্বাধীন জীবনযাত্রা
ঢাকা ২২শে নভেম্বর : আমাদের বাংলাদেশ” পত্রিকার নিজস্ব রিপাের্টার সম্প্রতি মুক্তাঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক প্রশাসন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে এসেছেন। তিনি তার রিপাের্টে বলেন দক্ষিণ পূর্বাঞ্চলেীয় প্রশাসনিক পরিষদের সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম চৌধুরী এম, এন, এ এবং আঞ্চলিক প্রশাসক জনাব এম, এ সামাদ সম্প্রতি মুক্তাঞ্চলগুলি সফর করেন। এবং তারা স্থানীয় জনসাধারণের সাথে আন্তরিক পরিবেশে মিলিত হন। মুক্তাঞ্চলে তারা যথাযােগ্য মর্যাদার সঙ্গে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এবং আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ ও আনসারদের নিয়ােগ করেন। তারা জনসাধারণের নিত্য প্রয়ােজনীয় দ্রব্য সরবরাহের জন্য ন্যায্যমূল্যের দোকান এবং যুদ্ধে ক্ষত্মিস্থ অঞ্চলের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি জরীপ কমিটিও নিয়ােগ করেন। পরে তারা মুক্তিবাহিনীর অগ্রবর্তী ঘাটি সমূহ পরিদর্শন করেন এবং জওয়ানদের সাথে মিলিত হয়ে আলাপ আলােচনা করেন।
বাংলাদেশ (১) ॥ ১: ২২ ॥ ২২ নভেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪