You dont have javascript enabled! Please enable it! 1971.11.18 | রংপুরের মুক্ত এলাকায় প্রাণের স্পন্দন - সংগ্রামের নোটবুক

রংপুরের মুক্ত এলাকায় প্রাণের স্পন্দন

রংপুর জেলার ৮টি থানা এখন সম্পূর্ণ মুক্ত। প্রায় ১২০০ বর্গমাইল এলাকা জুড়ে এই স্থানগুলিতে ৭ লক্ষ মানুষের বাস। মুক্ত থানাগুলিতে এখন বাংলাদেশ সরকার গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে প্রশাসন ব্যবস্থা পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন। উত্তরাঞ্চলীয় জোনাল কাউন্সিলের তত্ত্বাবধানে আইন ও শৃংখলা রক্ষার জন্য পুলিশ বাহিনী যথারীতি কাজ করে যাচ্ছে, যদিও অপরাধের সংখ্যা খুবই নগণ্য। প্রতি থানায় বিচার কার্যাদি পরিচালনার জন্য ম্যাজিষ্ট্রেট নিয়ােগ করা হয়েছে। একটি জেলখানও স্থাপিত হয়েছে। ডাক, তার ও টেলিফোন যােগাযােগ নিয়মিত ভাবে চলছে।  প্রাইমারী পর্যায় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পুরাদমে চালু রয়েছে। সাব রেজিষ্টার অফিস, বিবাহ রেজিষ্ট্রেশন অফিস ও শুল্ক অফিসগুলিতে স্বাভাবিক ভাবে কাজ চলছে। প্রত্যেক থানায় একটি করে ডিস্পেন্সারী স্থাপিত হয়েছে এবং হেলথ অফিসারদের তত্ত্বাবধানে ব্যাপকহারে কলেরা-বসন্তের টীকা দেওয়ার কাজ চলছে।

দেশ বাংলা ॥ ১ : ৪ ৫ ১৮ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪