You dont have javascript enabled! Please enable it! 1971.11.11 | অফিসার ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে - সংগ্রামের নোটবুক

অফিসার ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

(স্টাফ রিপাের্টার) মুজিবনগর, ১০ই অক্টোবর—গত শনিবার মুক্তাঞ্চলের কোন এক স্থানে মুক্তিবাহিনীর অফিসার ক্যাডেটদের প্রথম দলের শিক্ষা সমাপ্তির কুচকাওয়াজে ভাষণ দান কালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ঘােষণা করেন, সম্পূর্ণ স্বাধীনতা ছাড়া বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক সমাধানই মেনে নেবে না। অস্থায়ী রাষ্ট্রপতি জনাব ইসলাম, প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দিন এবং তথ্য ও প্রচার দপ্তরের ভারপ্রাপ্ত জনাব এম, এ, মান্নানকে নিয়ে কুচকাওয়াজ ময়দানে পৌছলে বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্ণেল এ. জি, ওসমানি তাদের স্বাগত জানান। সৈয়দ নজরুল ইসলাম বলেন, কোনদিন জাতীয় স্বাধীনতা কেউ দিয়ে যায় না, বিরামহীন সংগ্রামের মধ্য দিয়ে তা অর্জন করে নিতে হবে। তিনি আরাে বলেন, কোন জাতীয়তাবাদী আন্দোলনই আজ পর্যন্ত ব্যর্থ হয়নি এবং আমরাও আমাদের সংগ্রামকে বিফল হতে দেব না।  অফিসার ক্যাডেটদের উদ্দেশ্যে জনাব ইসলাম বলেন, আপনারা নির্ভয়ে সংগ্রাম চালিয়ে যান। বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আপনাদের পেছনে রয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি ইষ্টবেঙ্গল রেজিমেন্ট, ইষ্ট পাকিস্তান রাইফেল ও পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ঢাকা ও অন্যত্র শত্রুবাহিনীর হঠাৎ ও সংগঠিত আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা সংগ্রামকে জোরদার করছেন।

সাপ্তাহিক বাংলা ॥ ১: ৪ ॥ ১১ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪