You dont have javascript enabled! Please enable it!

ফুলবাড়ীর মুক্তাঞ্চলে জরুরী ভিত্তিতে রিলিফ চাই সর্বদলীয় রিলিফ কমিটির আবেদন

(নিজস্ব প্রতিনিধি) ফুলবাড়ী (রংপুর), ১লা নভেম্বর-রংপুরের মুক্ত এলাকা ফুলবাড়ী থানায় খাদ্যাভাব ও কলেরা মহামারীর পরিপ্রেক্ষিতে ন্যাপ, আওয়ামী লীগ ও কমিউনিস্ট কর্মীদের উদ্যোগে একটি সর্বদলীয় রিলিফ কমিটির গঠিত হইয়াছে। কমিটিতে আওয়ামী লীগ, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ প্রভৃতি সংগঠনের প্রতিনিধি। এবং নির্দল সদস্য রহিয়াছেন। রিলিফ কমিটির সভায় উক্ত থানার প্রতিটি ইউনিয়নে অনুরূপ সর্বদলীয় ভিত্তিতে রিলিফ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হইয়াছে। কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করিয়াছে এবং বহু সংখ্যক নরনারীকে কলেরা প্রতিষেধক ইঞ্জেকশন দিয়েছে। সর্বদলীয় রিলিফ কমিটি গঠনের পূর্ব হইতেই স্থানীয় ন্যাপ, ছাত্র। ইউনিয়ন ও কমিউনিস্ট কর্মীরা কলেরা প্রতিষেধক ইঞ্জেকশন দিয়া আসিতেছিল। সর্বদলীয় রিলিফ কমিটি গঠনের ফলে কাজের সুবিধা হইয়াছে।

কিন্তু ঔষধপত্রের অভাব অত্যন্ত তীব্র।  সমস্যা শুধু কলেরা মহামারীই নয়। গত আউশ ফসল বিনষ্ট হইয়া গিয়াছে তদুপরি অতীতে এই এলাকার ব্যবসাবাণিজ্য শত্রু অধিকৃত এলাকার সহিত যুক্ত থাকায় এখানে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়াছে । বিশেষত গরীব কৃষক ও মজুর শ্রেণীর মানুষ খাদ্যের অভাবে উপবাসে দিন কাটাইতেছে। (খাদ্যাভাবে অখাদ্য কুখাদ্য খাওয়াই মহামারীর কারণ)। তদুপরি শীত আসিয়াছে কিন্তু শীতবস্ত্রের কোন বন্দোবস্ত নাই। এই সমস্যাগুলি এত ব্যাপক যে, বাহিরের সাহায্য ছাড়া স্থানীয় রিলিফ কমিটির পক্ষে এসবের পুরাপুরি মােকাবিলা করা সম্ভব নয়। ইহার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় রিলিফ কমিটি রেডক্রস ও অন্যান্য সেবামূলক সংস্থার প্রতি খাদ্য, শীতবস্ত্র ও ঔষধপত্রের জন্য আবেদন জানাইয়াছেন।

মুক্তিযুদ্ধ ॥ ১: ১৮ ॥ ৭ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!