You dont have javascript enabled! Please enable it!

মুক্তাঞ্চলে চলিয়া যান আওয়ামী লীগের আহ্বান

(বিশেষ প্রতিনিধি)। গত বৃহস্পতিবার মূলতবী ঘােষণার পূর্বে আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকে গৃহীত সর্বসম্মত প্রস্তাবে ঘােষণা করা হয় : আপােষ নহে, পূর্ণ স্বাধীনতাই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান প্রস্তাবে এই সংগ্রামকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে একই সঙ্গে গেরিলা যুদ্ধ সম্মুখ সমরে অগ্রসর হওয়ার সঙ্কল্প ঘােষণা করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ও প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দন আহমদ কমিটিকে মুক্তিযুদ্ধের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

নতুন বাংলা ॥ ১:১১ ২৮ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪