You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | ফুলবাড়ী মুক্তাঞ্চল সর্বদলীয় রিলিফ কমিটি গঠিত - সংগ্রামের নোটবুক

ফুলবাড়ী মুক্তাঞ্চল সর্বদলীয় রিলিফ কমিটি গঠিত

(নিজস্ব বার্তা পরিবেশক) বাংলাদেশে ন্যাশনাল আওয়ামী পার্টির রংপুর দফতর হইতে প্রাপ্ত রিপাের্টে জানা যায়, রংপুর জেলার ফুলবাড়ী থানা বাংলাদেশের মুক্তি সংগ্রামে ঐক্যবদ্ধ গণ-সংগ্রামের মহান দৃষ্টান্ত স্বরূপ অদ্যাবধি স্বাধীন বাংলার মুক্তাঞ্চল হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করিয়া রহিয়াছে।  মুক্তি সংগ্রামের শুরু হইতেই ঐ এলাকায় আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টির মিলিত ‘সংগ্রাম পরিষদ’ স্থানীয় জনগণকে সামরিকভাবে সংগঠিত করিয়া বারবার  পাক হানাদারদের আক্রমণ প্রতিহত করিয়া আসিতেছে, হাজার হাজার ছাত্র-যুবক-কৃষককে মুক্তিফৌজে পাঠাইতেছে, লড়াইয়ের পরিধি পার্শ্ববর্তী থানাগুলিতেও সম্প্রসারিত করিয়া চলিয়াছে। ঐ এলাকার সর্বত্র স্বাধীন বাংলার পতাকা উড়িতেছে, স্বাধীন বাংলার প্রশাসন চলিতেছে। কিন্তু যুদ্ধাবস্থা, প্রাকৃতিক ও ব্যবসায়িক বিপর্যয়ের ফলে জনগণের আর্থিক সঙ্কট বৃদ্ধি পাইয়াছে। খাদ্যাভাব ও কলেরা মহামারীর প্রাদুর্ভাব দেখা যাইতেছে। 

সম্প্রতি দুর্গত জনগণের ত্রানে স্থানীয় জনসাধারণ একটি ‘সর্বদলীয় সংযুক্ত রিলিফ কমিটি’ গঠন করিয়াছে। এই কমিটি ইত্যাবসরে ২/৩ হাজার লােককে কলেরা প্রতিষেধক ইনজেকশন দিয়াছে। কমিটির সভাপতি ও থানা আওয়ামী লীগের সম্পাদক জনাব ইউনুস আলী এবং কমিটির সম্পাদক ও থানা ন্যাপের সম্পাদক জনাব বদরুজ্জামান একে যুক্ত বিবৃতিতে আন্তর্জাতিক রেড ক্রস, ভারতীয় রেড ক্রস ও বন্ধু দেশগুলির প্রতি দুর্গত জনগণের সাহায্যে আগাইয়া আসার আবেদন জানান। খাদ্য, বস্ত্র, ঔষধ ও মহামারী প্রতিষেধক প্রয়ােজন।

নতুন বাংলা ॥ ১: ১১ ॥ ২৮ অক্টোবর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪