ফুলবাড়ী মুক্তাঞ্চল সর্বদলীয় রিলিফ কমিটি গঠিত
(নিজস্ব বার্তা পরিবেশক) বাংলাদেশে ন্যাশনাল আওয়ামী পার্টির রংপুর দফতর হইতে প্রাপ্ত রিপাের্টে জানা যায়, রংপুর জেলার ফুলবাড়ী থানা বাংলাদেশের মুক্তি সংগ্রামে ঐক্যবদ্ধ গণ-সংগ্রামের মহান দৃষ্টান্ত স্বরূপ অদ্যাবধি স্বাধীন বাংলার মুক্তাঞ্চল হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করিয়া রহিয়াছে। মুক্তি সংগ্রামের শুরু হইতেই ঐ এলাকায় আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টির মিলিত ‘সংগ্রাম পরিষদ’ স্থানীয় জনগণকে সামরিকভাবে সংগঠিত করিয়া বারবার পাক হানাদারদের আক্রমণ প্রতিহত করিয়া আসিতেছে, হাজার হাজার ছাত্র-যুবক-কৃষককে মুক্তিফৌজে পাঠাইতেছে, লড়াইয়ের পরিধি পার্শ্ববর্তী থানাগুলিতেও সম্প্রসারিত করিয়া চলিয়াছে। ঐ এলাকার সর্বত্র স্বাধীন বাংলার পতাকা উড়িতেছে, স্বাধীন বাংলার প্রশাসন চলিতেছে। কিন্তু যুদ্ধাবস্থা, প্রাকৃতিক ও ব্যবসায়িক বিপর্যয়ের ফলে জনগণের আর্থিক সঙ্কট বৃদ্ধি পাইয়াছে। খাদ্যাভাব ও কলেরা মহামারীর প্রাদুর্ভাব দেখা যাইতেছে।
সম্প্রতি দুর্গত জনগণের ত্রানে স্থানীয় জনসাধারণ একটি ‘সর্বদলীয় সংযুক্ত রিলিফ কমিটি’ গঠন করিয়াছে। এই কমিটি ইত্যাবসরে ২/৩ হাজার লােককে কলেরা প্রতিষেধক ইনজেকশন দিয়াছে। কমিটির সভাপতি ও থানা আওয়ামী লীগের সম্পাদক জনাব ইউনুস আলী এবং কমিটির সম্পাদক ও থানা ন্যাপের সম্পাদক জনাব বদরুজ্জামান একে যুক্ত বিবৃতিতে আন্তর্জাতিক রেড ক্রস, ভারতীয় রেড ক্রস ও বন্ধু দেশগুলির প্রতি দুর্গত জনগণের সাহায্যে আগাইয়া আসার আবেদন জানান। খাদ্য, বস্ত্র, ঔষধ ও মহামারী প্রতিষেধক প্রয়ােজন।
নতুন বাংলা ॥ ১: ১১ ॥ ২৮ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪