মুক্ত এলাকায় শবে বরাত
বাংলাদেশের মুক্ত এবং অধিকৃত এলাকায় যথাযােগ্য মর্যাদার সাথে পবিত্র শবে বরাত উদযাপিত হয়েছে। হানাদার দস্যুদের খতম করে বাংলাদেশকে শত্রু মুক্ত এবং বাঙ্গালী জাতির মহা জাগৃতির প্রতীক শেখ মুজিবর রহমানের কারা মুক্তির জন্য দোয়া করা হয়। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্র প্রধান সৈয়দ নজরুল ইসলাম শবে বরাত উপলক্ষে বিশ্বের মুসলমানদের প্রতি বাংলাদেশের জনগণের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অস্থায়ী রাষ্ট্র প্রধান বিশ্বের মুসলমানদের কাছে বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রতি সমর্থন দানের আবেদন জানিয়েছেন।
শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সরকারের সদর দফতরে এক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। বাংলাদেশের প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দীন সহ বাংলাদেশের বহু বিশিষ্ট নেতা এতে যােগদান করেন। বাংলাদেশের প্রধান মন্ত্রী জনাব তাজউদ্দীন সহ বাংলাদেশের বহু বিশিষ্ট নেতা এতে যােগদান করেন। বাংলাদেশের অধিকৃত এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, অধিকৃত এলাকার জনসাধারণও পবিত্র শবে বরাতের রাতে মাতৃভূমির সার্বিক মুক্তির জন্য বিশেষ মােনাজাত করেন। এতদুপলক্ষে মুজিবনগরে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসেও এক মিলাদ মহফিলের আয়ােজন করা হয়।
জয়বাংলা (১) ॥ ১: ২৪ ২২ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪