স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলের পৌর সংস্থাগুলির পুনর্বিন্যাস
রৌমারী, ১৯শে অক্টোবর (জোনাল অফিস সূত্র) স্বাধীন বাংলার মুক্ত অঞ্চল রৌমারী থানার ইউনিয়নের পূর্ব পৌর সংস্থাগুলিকে ভেঙ্গে দিয়ে উহার পুনর্বিন্যাস সাধন কল্পে বাংলাদেশ সরকার সাময়ীকভাবে নিম্নলিখিত প্রভাবশালী আওয়ামী লীগ কর্মীকে চেয়ারম্যান হিসাবে মনােনীত করেছেন বলে সংবাদ প্রকাশ
১। মি: আবদুল জলিল-দাতভাঙ্গা ইউনিয়ন
২। মি: দিদার হােসেন মােল্লা-শৌলমারী ”
৩। মি: এবাদুল্যা মন্ডল-বন্দবেড় ”
৪। মি: নওশের আলী আকন্দ-রৌমারী “
৫। মি: মতিয়ার রহমান-যাদুরচর ”
৬। মি: ছলিমউদ্দিন-রাজিবপুর “
প্রকাশ যে-মিঃ এবাদুল্যা মন্ডল ও মি: ছলিম উদ্দিন এর পূর্বেও চেয়ারম্যান ছিলেন। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে সভ্যকে মনােনীত করা হয়েছে। এইসব মনােনীত চেয়ারম্যান ও সভামহােদয়গণ অতিশীঘ্র বাংলাদেশ সরকারের কার্যে সহায়তা করার জন্য ও স্থানীয় পৌর সমস্যা। সমাধানের জন্য শপথ গ্রহণ করছেন বলে প্রকাশ।
অগ্রদূত ॥ ১: ৮ ॥ ২০ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪