মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের
১০ অক্টোবর ১৯৭১ এর “বিপ্লবী বাংলাদেশ” পত্রিকা থেকে জানা যায় বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের একটি নৌবহরে মুক্তাঞ্চল সফর করেন এবং মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন। এছাড়া বিমান ও নৌ আক্রমণের প্রস্তুতি সম্পর্কে তার কাছ থেকে জানা যায়।
On 10th October 1971, a newspaper published that Sheikh Naser, brother of Sheikh Mujib, visited the liberated area of Bangladesh and met the freedom fighters. He also gave some update about the upcoming upgraded attack arranged and prepared by the freedom fighters through air and naval medium.
বঙ্গবন্ধুর ভ্রাতার মুক্তাঞ্চল পরিদর্শন
বাংলার মুক্তিযােদ্ধাদের প্রিয় শেখ নাসিরুদ্দিন বঙ্গবন্ধু নৌবহর ১’ এর একখানা জলযানে মুক্তিযােদ্ধাদের সাথে বিভিন্ন মুক্তাঞ্চল ও রণাঙ্গন পরিদর্শন করে ৯ তারিখ রণাঙ্গনের প্রধান কার্যালয়ে ফিরে আসেন। এবং অসম সাহসী মুক্তিযােদ্ধাদের বিপুল সাফল্যের বিবরণ পেশ করেন। শেখ নাসিরুদ্দিন আশা প্রকাশ করেন যে, অনতিবিলম্বে মুক্তিবাহিনী বিমান ও নৌবহরের আক্রমন পরিচালনা করতে সমর্থ হবে।
বিপ্লবী বাংলাদেশ ॥ ১: ৮ ১০ অক্টোবর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪