পাক ফৌজের জুজুর ভয়
(গৌহাটি অফিস থেকে)।
১৯শে জুলাই-বাংলাদেশে দখলদার পাকফৌজ শ্রীহট্ট জেলায় চাষীদের বাঁশের টোকা (ছাতা) ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে। পাক সৈন্যদের আতঙ্কের কারণ হল যে, ইতিপূর্বে মুক্তিফৌজের লােকেরা টোকার মধ্যে অস্ত্রশস্ত্র ও গােলাবারুদ লুকিয়ে নিয়ে কিছু পাক সেনাকে খতম করেছে। এখন আতঙ্কগ্রস্ত টোকা ব্যবহার নিষিদ্ধ করে ঢালাও আদেশ জারী করেছে।
Reference:
২০ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা