You dont have javascript enabled! Please enable it!

১৩ নভেম্বর ১৯৭১ঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি

সিদ্ধিরগঞ্জের কদমতলিতে একজন প্রশিক্ষন প্রাপ্ত রাজাকার গুলীতে নিহত হয়েছে এবং তিন জন আহত হয়েছে। ফতুল্লা থানার একটি শিল্প কারখানার একজন দারোয়ানকে গুলি করে হত্যা করে ধান খেতে ফেলে রাখে। জয়নাগ রোডে গুলিতে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ন গঞ্জের বরফকল এলাকায় গুলীতে আহত এক রাজাকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ায় একটি টহল পুলিশ দলের উপর দুষ্কৃতিকারীরা হামলা করে। পাল্টা হামলায় দুষ্কৃতিকারীদের ১১ জন নিহত হয়।

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয় তবে কেউ হতাহত হয়নি। রাজাকার রা মাদারীপুর বরিশাল রোডের তিন টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে এগুলি হল ধামসর বাটাজোর উত্তর চাদসি। ৫০ জন ভারতীয় চর কুমিল্লার গুনবতী রেল স্টেশনের কাছে বারদন সীমান্তে জড়ো হয়। রাজাকার রা প্রত্যুষে তাদের উপর হামলা চালালে দুজন চর নিহত হয়। রাজাকার রা ৫ জন চর ও বিপুল অস্র আটক করে। ময়মন সিংহের গোপাল নগরে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কন্ট্রাক্টরকে গুলী করে হত্যা করা হয়েছে। অপর ঘটনায় ঈশ্বরগঞ্জে এক স্কুলের শিক্ষকের কান কেটে নেয়া হয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!