You dont have javascript enabled! Please enable it!

১৩ নভেম্বর ১৯৭১ঃ ইউনাইটেড কোয়ালিশন ফ্রন্ট এর প্রথম সভায় নুরুল আমিন

লাহোরে পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমিন নব গঠিত ইউনাইটেড কোয়ালিশন ফ্রন্ট এর প্রথম আনুষ্ঠানিক সভায় বলেছেন জাতীয় অখণ্ডতা রক্ষায় পূর্ব পাকিস্তানীদের হতাশা, মনের ক্ষত নিরসনে প্রধানমন্ত্রীর পদ অবশ্যই একজন পূর্ব পাকিস্তানীকে দিতে হবে। আর যদি তা না করা হয় আর অধিক কাল আর পাকিস্তান অখণ্ড থাকবে না। নির্বাচনের অবস্থা দেখে মনে হচ্ছে পূর্ব পাকিস্তানই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। এই অবস্থায় যদি পূর্ব পাকিস্তানীরা ক্ষমতা না পায় তাহাদের মধ্যে জমে উঠা ক্ষোভ বৃদ্ধি পাবে এবং হতাশা বোধ গভীর হবে।

এর ফলে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মত অবস্থার সৃষ্টি হতে পারে। এই অবস্থা সৃষ্টি হলে পূর্ব পাকিস্তানিরা উপলব্ধি করবে শেখ মুজিবই তাদের প্রকৃত নেতা ছিলেন। এই বার যদি পূর্ব পাকিস্তানীরা ক্ষমতা না পায় তা হলে তারা একথা ভাবতে শুরু করবে শেখ মুজিবকে চক্রান্ত করে সরানো হয়েছিল। পশ্চিম পাকিস্তানীদের উদ্দেশে তিনি বলেন আপনাদের পূর্ব পাকিস্তানীদের মনস্তত বুঝা উচিত। কারন পূর্ব পাকিস্তানীরা মনে করে সব সময়ই পশ্চিম পাকিস্তানীরা তাদের শাসন করে আসছে। ইহা দুর্ঘটনা বশত হতে পারে। কখনো পূর্ব পাকিস্তানীদের ক্ষমতা পাওয়ার সময় আসে তখনি দৈব দুর্বিপাক বশত তারা ক্ষমতা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। খাজা নাজিম উদ্দিন বরখাস্ত হওয়ার পর থেকেই এ ধারনা পোক্ত হয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!