You dont have javascript enabled! Please enable it! 1971.09.21 | শরণার্থীরা তাদের সম্পত্তি ফিরে পাবে - তাজউদ্দীন - সংগ্রামের নোটবুক
শরণার্থীরা তাদের সম্পত্তি ফিরে পাবে – তাজউদ্দীন
(২১ সেপ্টেম্বর ১৯৭১)
 
২রা আগষ্ট, স্বাধীন বাংলাদেশের প্রধান মন্ত্রী তাজউদ্দিন আহম্মদ এখানে এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, আমাদের জন্মভূমি থেকে পাক হানাদারদের সমূলে উচ্ছেদ করার পর শরণার্থীরা দেশে ফিরবেন এবং বাংলাদেশ সরকার তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবেন; সাময়িক পাক দখলদাররা এ সমস্ত সম্পত্তি দখল করে রাখলেও এ সমস্ত সম্পত্তির মালিক তাঁরাই থাকবেন। জঙ্গী শাহীর অত্মাচারে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের মনে কোনরকম সন্দেহ বা অনিশ্চয়তা রাখা ঠিক নয়। প্রধানমন্ত্রী বলেন, ভারতে বসবাসকারী আশি লক্ষ শরণার্থী বাঙালী জাতির অবিচ্ছেদ্য অংশ। সুতরাং তারা যেন না ভাবেন ভবিষ্যতে তাদেরকে বাংলাদেশ সরকার দেখবেন না।
 
বাংলার কথা ॥ ১