১৬ জানুয়ারী ১৯৭২
রোকেয়া হলে ত্রান শিবির। মহিলা সমিতির আহত মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য তহবিল গঠন। বাংলাদেশ পুলিশের জাতীয় শোক দিবস পালন। গুরুদ্দুয়ারায় শিখ সেনাদের প্রার্থনা। ভারতীয় লোকসভা সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী ডঃ ত্রিগুনা সেন,বোম্বের বাংলাদেশ এইড কমিটির কোষাধ্যক্ষ মনা ভাই হনি , প্রখ্যাত লেখক মুল্লুক রাজ আনন্দ মুজিব বাহিনীর অঘোষিত প্রধান ও প্রশিক্ষক মেজর জেনারেল উবান শেখ মুজিবের সাথে দেখা করেছেন । কম্যুনিস্ট পার্টি সভাপতি মনি সিংহ, কর্নেল ওসমানী ও সোভিয়েত রাষ্ট্রদূত পোপভ শেখ মুজিবের সাথে দেখা করেছেন । ভারত থেকে ধার করা বিমানে ঢাকা কলকাতা ফ্লাইট চালানো হবে। জাতীয় শোক দিবস পালন। প্রখ্যাত বাংলা সংবাদ পাঠক ও ১০ জানুয়ারির শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনের বাংলায় ধারা ভাষ্য প্রচারকারী দেব দুলালের সংবর্ধনা। রোকেয়া হলে ত্রান শিবির। মহিলা সমিতি আহত মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য তহবিল গঠন করেছে। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ছাত্র বেতন মওকুফ ।এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। এবিএম মুসা কে বিটিভি এবং আশরাফুজ্জামান খানকে বেতারের মহাপরিচালক নিয়োগ । বাংলাদেশ পুলিশের জাতীয় শোক দিবস পালন। নেপাল বাংলাদেশ কে স্বীকৃতি দিয়াছে ।বার্মা বাংলাদেশ কে স্বীকৃতি দেয়ায় পাকিস্তান সরকার করতিক বার্মিজ রাষ্ট্রদূত কে তলব । বাংলাদেশে অবস্থানরত শিখ সেনারা গুরুদ্দুয়ারায় প্রার্থনা করছেন।