You dont have javascript enabled! Please enable it!

১২ নভেম্বর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি

ভারতীয় গোলন্দাজ সমর্থিত ভারতীয় চররা ৫ বার সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়েছে।
দিনাজপুরের দক্ষিন পূর্বে সালকির কাছে সীমান্ত অতিক্রম করে একটি টহল দলের উপর গোলাবর্ষণ শুরু করে। পরে তারা ফেরত যাওয়ার সময় আরেকটি পাকিস্তানী টহল দলের সামনা সামনি পরে যায় ফলে দু দিকে আটকা পরায় তাদের ফেরত যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। দু দলের ফায়ারের মাঝে পরে তাদের ৩৮ জন চর নিহত হয়।
অনুরূপ ভাবে চরদের দুটি দল সিলেটের ছাতক এবং কমলপুরে হামলা করে। ছাতকে ৮ জন কমলপুরে ১১ জন চর নিহত হয়।
কুড়িগ্রামের কাছে ২০০ জনের চরের একটি দল হামলা চালায়। সেখানে চরদের ২২ জন নিহত হয়। বান্দরবনে একই রুপ হামলার সময় তাদের ১৫ জন নিহত হয়। এসব ঘটনায় পাক বাহিনীর ৩ জন আহত হয়।
গফরগাও এর শোলা হাসিয়া গ্রামে ভারতীয় চরদের সাথে রাজাকার আল বদরদের বন্দুক যুদ্ধে ৬ জন ভারতীয় চর নিহত ৯ জন কে আটক করা হয়েছে। বগুড়ার ধুনটে একদল চর একটি সেতুর কাছে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় রাজাকার আল শামস তাদের উপর হামলা চালায়। হামলায় চরেরা পালিয়ে যায়। এখান থেকে বিস্ফোরক দ্রব্য আটক করা হয়। হেরালদ ত্রিবিউন এবং নিউইয়র্ক টাইমস প্রকাশ করে যে ভারতীয় বাহিনী ২ বার সীমান্তের ভিতরে হামলা চালিয়েছিল। সময়কাল ৩১ অক্টোবর ১ নভেম্বর এবং স্থান ধলই কমলপুর।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!