১২ নভেম্বর ১৯৭১ঃ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগ জীবন রাম
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগ জীবন রাম বলেছেন শরণার্থীদের জন্য বিশ্ব সংস্থা গুলি যদি কিছু না করতে পারে তবে তারাই সে বেবস্থা করবে। আর শরণার্থী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভারত সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করবে না। তিনি বলেন ভারত এমনিতেই দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করছে তার উপর চেপে বসেছে শরণার্থী সমস্যা। শরণার্থীরা অবশ্যই নিরাপদে এবং সসন্মানে দেশে ফিরে যাবেন। ইন্দিরা গান্ধির বিদেশ সফর সফল হয়েছে বলে তিনি জানান।