You dont have javascript enabled! Please enable it! 1972.01.14 | ১৪ জানুয়ারী ১৯৭২ ঘটনাপঞ্জি - সংগ্রামের নোটবুক

১৪ জানুয়ারী ১৯৭২
শেখ মুজিবের সাথে ভারতীয় জেনারেল অরোরা ,সমাজতন্ত্রী নেতা ও সাবেক এম এল এ পুলিন বিহারি দে ,সশস্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা বৃন্দ ,ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ ,মুজাহিদুল ইসলাম সেলিম সহ নেতৃ বৃন্দ দেখা করেছেন। সাবেক প্রেসিডেন্ট ভবন কে শেখ মুজিবের সরকারী বাস ভবন ঘোষণা করা হয়েছে । এ পর্যন্ত ২১ লাখ শরণার্থী দেশে ফিরেছে ।বার্মা বাংলাদেশ কে স্বীকৃতি দিয়েছে । ২ নং সেক্টর কুমিল্লায় স্থানান্তর । নির্দেশাবলী অনুসরন করার জন্য মুজিব বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ ।