১১ নভেম্বর ১৯৭১ঃ জার্মানি সফরের ২য় দিনে ইন্দিরা গান্ধী
জার্মানি সফরের ২য় দিনে ইন্দিরা গান্ধী রাজধানী বন এর স্টেইজেনবারগার হোটেলে জার্মানির অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে বৈঠকে মিলিত হন। তা ছাড়া অপর এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সাথে মিলিত হন পর সাংবাদিক সম্মেলনে বলেন ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন বলেন ভারতের পক্ষে সমর্থন আদায় বা সাহায্য লাভের আসায় বিদেশ সফরে আসিনি। তিনি বলেন তার এ সফর অনেক আগেই নির্ধারিত ছিল। এ সফর গুলোতে তিনি পূর্ব বাংলার সমস্যা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন পাকিস্তান বাহিনীর অত্যাচারের কারনেই এ এলাকার জনগনের মধ্যে তাদের সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে আর এ কারনেই তাদের ঐক্য এ ফাটল ধরেছে। তিনি বলেন যুদ্ধ আমার সফরের উপর নির্ভর করছে না তা নির্ভর করছে সীমান্তে কি ঘটছে তার উপর। তিনি বলেন পূর্ব বাংলার সমস্যা সমাধান না হলে আরেকটি তাসখন্দ চুক্তির মত কোন বৈঠক তা সমাধান করবে না। সংবাদ মাধ্যম এপিপি জানায় ভারত পূর্ব পাকিস্তানের এমন একটি সমাধান চায় যা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ভারতীয় ছত্রছায়ায় একটি ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা।