You dont have javascript enabled! Please enable it!

১০ নভেম্বর ১৯৭১ঃ করাচীতে আব্বাস আলী খান

পশ্চিম পাকিস্তানে সপ্তাহব্যাপী সফরের শেষ দিকে করাচীতে করাচী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন আয়োজিত মুসল মানদের ১৩৮৮ তম বিজয় বার্ষিকীর ইওমে বদর পালন অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে আব্বাস আলী খান বলেন ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে সে যুদ্ধ ভারতীয় ভূখণ্ডেই হবে আমরা কলকাতা ও দিল্লীতে ইদের নামাজ আদায় করবো। তিনি জোর দিয়ে বলেন সমগ্র পূর্ব পাকিস্তানবাসী পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী শুধুমাত্র গুটি কয়েক বিচ্ছিন্নতাবাদী ছাড়া। তিনি আলবদর ও রাজাকার বাহিনীর প্রশংসা করে বলেন তারা প্রমান করে দিয়েছে মুসলমানেরা মৃত্যুকে ভয় করে না বরং আল্লাহ্‌কে ভয় করে। সন্ধ্যায় কসমোপলিটন ক্লাবে জামাতে ইসলামী করাচী শাখা আয়োজিত অপর এক অনুষ্ঠানে তিনি বলেন পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেলে পশ্চিম পাকিস্তান ও খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর এরূপ খণ্ড বিখণ্ড অংশ গুলো পরে ভারত গ্রাস করে নিবে। তিনি বলেন পশ্চিম পাকিস্তানের কিছু লোক পূর্ব পাকিস্তানের সঙ্কট নিয়ে হতাশ হয়ে পড়েছে কিন্তু এর কোন প্রয়োজন ছিল না। আব্বাস আলী খান তার পশ্চিম পাকিস্তান সফরকালে পাঞ্জাব ও সিন্ধুর গভর্নরের সাথে দেখা করেন এবং করাচী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠক করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!