You dont have javascript enabled! Please enable it!

১০ নভেম্বর, ১৯৭১ঃ লয়ালপুরে নুরুল আমিন

পিডিপি ও সাত দলীয় ঐক্যজোট নেতা নুরুল আমিন পশ্চিম পাকিস্তানের লয়ালপুরে আইনজীবীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ভারতীয় বাহিনী সমগ্র পাকিস্তান ঘিরে রেখেছে। এ ছাড়া ভারত আধুনিক অস্রে সজ্জিত অনুপ্রবেশকারীদের দেশের অভ্যন্তরে পাঠাচ্ছে। উপনির্বাচন ঘোষণার পর হতে তাদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। ইহাতে হতাশ হওয়ার কোন কারন নেই কারন দেশপ্রেমিক সেনাবাহিনী ও রাজাকারগন তাদের সফল ভাবে মোকাবেলা করছে। নির্বাচনে বিজয়ের পরে বেআইনী ঘোষিত আওয়ামী লীগ নেতারা বর্বরোচিত কার্যকলাপ শুরু করলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। সেনাবাহিনী অরাজকতা দমনে এগিয়ে এলে আওয়ামী নেতারা ভারতে গিয়ে নতুন কৌশলে হামলা শুরু করে। সরকার সেই সময়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই প্রশ্রয় দানের বিরুদ্ধে আমি সরকারকে সতর্ক করে দিয়েছিলাম। পরে নুরুল আমিন স্থানীয় ইকবাল পার্কের জনসভায় ভাষণ দেন সেখানে তিনি বলেন রেডক্লিফ ও মাউনট বেটেন এর ষড়যন্ত্রে পাকিস্তান আসাম এবং পশ্চিম বঙ্গ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। ভারত যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কাশ্মীর নিয়ে আমরা নতুন পাকিস্তান গড়ব।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!