You dont have javascript enabled! Please enable it!

১০ নভেম্বর ১৯৭১ঃ পরশুরাম যুদ্ধ

২নং সেক্টরে মুক্তিবাহিনীর ১০ম বেঙ্গলের দুই কোম্পানি যোদ্ধা সকাল ১০টায় পাকবাহিণীর দক্ষিণ চিতলিয়া অবস্থানের ওপর গোলন্দাজ বাহিনীর সহায়তায় ব্যাপক আক্রমণ চালায় । ৩ ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা চিতলিয়া থেকে পালিয়ে মুন্সীরহাটের দক্ষিণে ও পাঠান নগরের কাছে অবস্থান নেয় এবং মূল ঘাঁটি ফেনীতে পিছিয়ে নেয়। এই যুদ্ধে পাকসেনাদেও ব্যাপক ক্ষতি হয় ও চিতলিয়া রেল স্টেশন ধ্বংস হয় এবং মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, অয়্যারলেস সেট, রেশন দখল করে। অপরদিকে ৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ১৩ জন আহত হন। পাকিস্তান ভাষ্য অনুযায়ী ভারত এবং তাদের দোসররা ব্রিগেড শক্তি নিয়ে ফেনীর উত্তরে আক্রমন চালায়। এ দলে ছিল সম্পূর্ণ দুটি ভারতীয় ব্যাটেলিয়ন একটি বিদ্রোহী সহ মিশ্র ব্যাটেলিয়ন। সংঘর্ষে ভারতীয় পক্ষের ৭৪ জন নিহত হয় ১৩০ জন আহত হয়। লেঃ জেনারেল নিয়াজী ফেনী, বেলোনিয়া ও চট্টগ্রাম এলাকা সফর করে হানাদার বাহিনী কে আরো সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের মোকাবেলার নির্দেশ দেন।

সূত্রঃ   মুক্তিযুদ্ধে সামরিক অভিযান 

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!