You dont have javascript enabled! Please enable it! 1971.11.10 | পরশুরাম যুদ্ধ- সংঘর্ষে ভারতীয় পক্ষের ৭৪ জন নিহত হয় ১৩০ জন আহত হয় - সংগ্রামের নোটবুক

১০ নভেম্বর ১৯৭১ঃ পরশুরাম যুদ্ধ

২নং সেক্টরে মুক্তিবাহিনীর ১০ম বেঙ্গলের দুই কোম্পানি যোদ্ধা সকাল ১০টায় পাকবাহিণীর দক্ষিণ চিতলিয়া অবস্থানের ওপর গোলন্দাজ বাহিনীর সহায়তায় ব্যাপক আক্রমণ চালায় । ৩ ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা চিতলিয়া থেকে পালিয়ে মুন্সীরহাটের দক্ষিণে ও পাঠান নগরের কাছে অবস্থান নেয় এবং মূল ঘাঁটি ফেনীতে পিছিয়ে নেয়। এই যুদ্ধে পাকসেনাদেও ব্যাপক ক্ষতি হয় ও চিতলিয়া রেল স্টেশন ধ্বংস হয় এবং মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, অয়্যারলেস সেট, রেশন দখল করে। অপরদিকে ৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ১৩ জন আহত হন। পাকিস্তান ভাষ্য অনুযায়ী ভারত এবং তাদের দোসররা ব্রিগেড শক্তি নিয়ে ফেনীর উত্তরে আক্রমন চালায়। এ দলে ছিল সম্পূর্ণ দুটি ভারতীয় ব্যাটেলিয়ন একটি বিদ্রোহী সহ মিশ্র ব্যাটেলিয়ন। সংঘর্ষে ভারতীয় পক্ষের ৭৪ জন নিহত হয় ১৩০ জন আহত হয়। লেঃ জেনারেল নিয়াজী ফেনী, বেলোনিয়া ও চট্টগ্রাম এলাকা সফর করে হানাদার বাহিনী কে আরো সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের মোকাবেলার নির্দেশ দেন।

সূত্রঃ   মুক্তিযুদ্ধে সামরিক অভিযান