১৫ জানুয়ারী ১৯৭২
শহীদ মিনারের ডিজাইনের জন্য কমিটি গঠন ।উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ডিজাইন নির্বাচন করার সিদ্দান্ত । আহত মুক্তিযোদ্ধাদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে শেখ মুজিব । বিশিষ্ট ভারতীয় বাঙালি সংবাদ পাঠক ও ধারা ভাষ্যকার দেব দুলাল বন্দ্যোপাধ্যায় শেখ মুজিবের সাথে দেখা করেছেন ।দেব দুলাল ঢাকা বেতারে শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবিবরণী দিতে ঢাকায় এসেছিলেন ।সাবেক প্রেসিডেন্ট হাউজ বরাদ্দ সত্ত্বেও শেখ মুজিব তার ধানমণ্ডি বাসায় থাকার সিদ্দান্ত নিয়াছেন ।ধংশ প্রাপ্ত বাড়ি মেরামত শেষ হলে তিনি সেখানে উঠবেন । ঢাকায় অবস্থানরত বার্মিজ কন্সাল জেনারেল খাদ্য মন্ত্রী ফণীভূষণ মজুমদারের সাথে দেখা করেছেন ।খাদ্য সাহায্যের প্রতিশ্রুতি ।কূটনীতিক আমজাদুল হক, শিহাব উদ্দি্ন , হুমাউন রশিদ চৌধুরী ঢাকা ফিরেছেন । ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ আন্তরজারতিক ছাত্র ইউনিয়নের সভায় যোগ দিতে পোল্যান্ড গিয়েছেন । জাতীয় দৈনিক পত্রিকা বাংলার বানীর প্রকাশনা শুরু ।