You dont have javascript enabled! Please enable it!

৯ নভেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক

যুগোস্লভিয়ার প্রেসিডেন্ট টিটো
লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর স্বদেশ যাত্রার প্রাক্কালে যুগোস্লভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটো বলেন পূর্ব পাকিস্তানের সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। এ বিষয়ে তিনি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ একমত হয়েছেন। তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে তিনি এ বিষয় নিক্সনের সাথে আলাপ করেছেন নিক্সনও তার সাথে একমত হয়েছেন।
পাকিস্তানে অস্র বিক্রয়ে ফ্রান্স এর নিষেধাজ্ঞা
পূর্ব পাকিস্তানের সঙ্কটের রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত নতুন করে পাকিস্তানের কাছে অস্র বিক্রয়ে নিষেধাজ্ঞা জারী করেছে তবে পূর্বের সকল চুক্তি বহাল থাকবে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ফ্রান্স সফরে ইন্দিরার অনুরধে ফ্রান্স এ ব্যাবস্থা নেয়।
পাকিস্তানে সামরিক সরঞ্জাম রফতানির লাইসেন্স বাতিল
ওয়াশিংটনে মার্কিন সরকারের একজন মুখপাত্র ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের ৩৬ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রফতানির লাইসেন্স বাতিল করে দিয়েছেন। ইন্দিরা গান্ধীর যুক্তরাষ্ট্র সফরেই তাকে এই চুক্তি বাতিলের কথা জানানো হয়েছিল। পাকিস্তান বলেছে এই চুক্তি ৬৫ সনের পূর্বেকার অস্রের খুচরা যন্ত্রাংশ সংক্রান্ত যাহা তাদের সমর শক্তিতে তেমন প্রভাব ফেলবে না।