৯ নভেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান সমস্যা সম্পর্কে জয় প্রকাশ নারায়ন ও জগজীবন রাম
ভারতের জাতীয়তাবাদী নেতা জয় প্রকাশ নারায়ন স্বীকার করেছেন ভারত বাংলাদেশের মুক্তি বাহিনীকে সকল দিক দিয়েই সাহায্য করছে। সরকার স্বীকার করুক আর নাই করুক বিশ্ব সংবাদ মাধ্যম গুলি তা এখন নিয়মিত প্রকাশ করে যাচ্ছে। ২৮ অক্টোবর ইন্ডিয়ান এক্সপ্রেসে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ শীর্ষক নিবন্ধে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন সকল দেশের পররাষ্ট্র বিভাগও একথা জানে। তিনি বলেন বিলম্বে হলেও শেখ মুজিবুর রহমানের নেত্রিত্তে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেয়ার সাহস আমাদের থাকা উচিত এবং তাদের স্বাধীনতা অরজনে আমাদের সবরকম সাহায্য করা উচিত। প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি থাকতে হবে। অপর দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম রাজস্থানের বারমারায় বলেছেন পূর্ব পাকিস্তানের শরণার্থীদের তাদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে যাবার পরিবেশ সৃষ্টির জন্য শান্তিপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হলে তার দেশ ভিন্ন পন্থা নিবে।