You dont have javascript enabled! Please enable it! 1971.11.09 | বিবিধ | প্রেসিডেন্ট এর সাথে জুলফিকার আলী ভুট্টোর ২য় সাক্ষাৎ | কাইউম মুসলিম লীগের দাবী - সংগ্রামের নোটবুক

৯ নভেম্বর ১৯৭১ঃ বিবিধ

প্রেসিডেন্ট এর সাথে জুলফিকার আলী ভুট্টোর ২য় সাক্ষাৎ
পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে এর সাথে ২য় দফা সাক্ষাৎ করেছেন। তিনি পরে সাংবাদিকদের বলেন তিনি প্রেসিডেন্ট এর কাছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ভালো ভাবেই তুলে ধরতে পেরেছেন। ভুট্টো আগামীকাল রাওয়ালপিন্ডি থেকে লাহোর পৌছবেন। সেখানে তাকে তার দল ট্রেন সংবর্ধনা দিবে।
কাইউম মুসলিম লীগের দাবী
জমিয়ত প্রধান মওলানা মুফতি মাহমুদ এবং গাউস হাজারভি সকালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছেন।
কাইউম মুসলিম লীগের এক কর্মী সভায় ন্যাশনাল আওয়ামী পার্টি নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানিয়ে দলীয় প্রধান খান আব্দুল কাইউম খান বলেন শুধু ন্যাশনাল আওয়ামী পার্টি নিষিদ্ধ ঘোষণা করলে চলবে না যারা বেআইনি ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের মুক্তি দাবি করছে তাদেরও সামরিক ট্রাইব্যুনালে বিচার করা উচিত। তিনি কতিপয় নেতার শেখ মুজিবের মুক্তি দাবির সমালোচনা করেন।
নোটঃ উল্লেখ্য বেআইনি ঘোষিত আওয়ামী লীগের পশ্চিম পাকিস্তানের নেতা কাজি ফয়েজ এবং মাষ্টার খান গুল সম্প্রতি শেখ মুজিবের মুক্তি দাবী করেছিলেন এবং জি এম সৈয়দ এবং এয়ার মার্শাল আসগর খান প্রায় শেখ মুজিবের মুক্তি দাবি করে থাকেন। মাষ্টার খান গুল কয়েকদিন পরেই গ্রেফতার হন।