You dont have javascript enabled! Please enable it!

কানকাটা রাজাকার

মুজিবনগর, ২৩শে সেপ্টেম্বর সম্প্রতি মুক্তিবাহিনীর এক তরুণ যােদ্ধা বলেন যে, পাক সৈন্যদের সঙ্গে সহযােগিতা করায় ময়মনসিংহের পার্শ্ববর্তী গ্রামবাসীরা প্রায় ৪০ জন রাজাকারদের ধরে ফেলে এবং রাজাকারদের কান কেটে দেয়। কানকাটা ৪০ জন রাজাকারকে পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়।

সাপ্তাহিক বাংলা ॥ ১: ২৫ ২৬ সেপ্টেম্বর ১৯৭১

কান-কাটা রাজাকার

মুজিবনগর, ২২শে সেপ্টেম্বর (পিটিআই)-কান কাটা ৪০ জন রাজাকার যন্ত্রণায় এখন ছটফট করছে। তারা ময়মনসিংহ হাসপাতালে আছে। মুক্তিবাহিনীর জনৈক মুখপাত্র বলেন যে, পাক সৈন্যদের সঙ্গে সহযােগিতা করায় ময়মনসিংহ-এর পার্শ্ববর্তী গ্রামবাসীরা রাজাকারদের ওপর খুব রেগে যান। একদিন গ্রামবাসীরা রাজাকারদের ঘিরে ফেলেন এবং ৪০ জন রাজাকারের কান কেটে নেন। এই ঘটনার পর রাজাকারদের দল আর এগিয়ে আসে না, ফলে পাক-সৈন্যদের এখন মুক্তিবাহিনীর সম্মুখীন হতে হচ্ছে।

বিপ্লবী বাংলাদেশ # ১ : ৭ ॥ ২৬ সেপ্টেম্বর ১৯৭১

রাজাকারের আত্মসমর্পন

আমাদের মুক্তিফৌজ সূত্রে প্রাপ্ত সংবাদে প্রকাশ গত এক সপ্তাহের মধ্যে দেওয়ানগঞ্জ চিলমারী ও উলিপুর থানার অধিকৃত অঞ্চল থেকে মােট ১৫০ জন রাজাকার অস্ত্রসস্ত্রসহ মুক্তিফৌজের নিকট আত্মসমর্পণ করেছে।

অগ্রদূত ॥ ১: ৫ ॥ ২৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!