দালাল নিধন চলছে
(জয়বাংলা প্রতিনিধি) শ্যামল বাংলার বুকে হানাদার পাক সৈন্যদের উপর বাংলাদেশের বীর সন্তান অপরাজেয় মুক্তি যােদ্ধাদের এবার প্রতিশােধের পালা। এবার রক্তের বদলে রক্ত খুনের বদলে খুনের পালা। বাংলাদেশে কাপুরুষেরা হত্যা করেছে নিরন্ত নিরীহ মানুষ আর বীর মুক্তিযােদ্ধারা এবার হত্যা করেছেন সেই জল্লাদদের এবং তাদের দালালদের। মুক্তিযােদ্ধারা সম্প্রতি সিলেট জেলার এমনই একজন পশ্চিম পাকিস্তানী দালালকে খতম করেছেন। সিলেট জেলা পিডিপির সভাপতি এবং নূরুল আমিন ও মাহমুদ আলীর ঘেটু জসীম উদ্দীনকে খতম করা হয়েছে। এরা গণহত্যা এবং লুঠতরাজে পাক সেনাদের সাথে সহযােগিতা করতাে। ঘটনার দিন তারা গাড়ীতে করে সিলেট থেকে আটগ্রাম যাওয়ার পথে মুক্তিবাহিনীর মাইন বিস্ফোরিত হয়ে গাড়ীটি শুদ্ধ মিসমার হয়ে যায়। কুমিল্লা শহরের একজন বড় দালালকেও মুক্তিবাহিনী সম্প্রতি খতম করেছেন। উক্ত দালালটি কুমিল্লা টাউন কমিটির সভাপতি। সম্প্রতি মুক্তিযােদ্ধারা তার বাড়ী ঘেরাও করে এই কুখ্যাত দালাল ও তাঁর ৬ জন সহচরকে খতম করে দেন।
জয়বাংলা (১) ॥ ১: ১৩ ॥ ৬ আগস্ট ১৯৭১
ঔদ্ধত্যের জবাব
অগ্নিগর্ভ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকার কার্জন হলকে অধুনালুপ্ত পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের কেন্দ্রস্থল করতে চেয়েছিল জল্লাদ বাহিনীর পা-চাটা জামাতে ইসলামীর দালালরা পাকিস্তানের ঐক্য’ শীর্ষক একটি আলােচনা সভার আয়ােজন করার ধৃষ্ঠতা প্রদর্শন করেছিল দালালরা। আমাদের মুক্তি বাহিনীর দুঃসাহসী ছেলেরা বােমা মেরে সভা ভেঙ্গে দিয়ে ঔদ্ধত্যের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে।
জয়বাংলা (১) ॥ ১ : ১৬ ॥ ২৭ আগস্ট ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪